Friday, April 25, 2014

পুলিশের বাধা ও গ্রেফতারে খেলাফত আন্দোলনের মানববন্ধন পন্ড

ভারতের বিজেপি নেতার ঔদ্বত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন পুলিশি বাধা ও গ্রেফতারে পণ্ড হওয়ার পর আয়োজিত জরুরী প্রেস ব্রিফিং

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর মানববন্ধনে বাধা, কর্মীদের হয়রানি ও গ্রেফতার করে কর্মসূচী করতে দেয়নি সরকারের পুলিশ বাহিনী। ভারতীয় জনতা পার্টি বিজেপির অন্যতম শীর্ষ নেতা সুব্রাহ্মনিয়ম স্বামী বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দেয়ার দাবির প্রতিবাদ. এবং তিস্তাসহ সকল নদীর ন্যায্য পানির হিস্যা আদায় ও প্রতিনিয়ত সিমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরী আজ ২৫ এপ্রিল, শুক্রবার,সকাল ১০টা ৩০মিনিটে, জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। সকাল সাড়ে ৯ টা থেকে দলের নেতা কর্মীরা জাতীয় প্রেসকাবের সামনে উপস্থিত হতে থাকলে পুলিশ তাদেরকে হয়রানি ও ধাওয়া করে একপর্যায়ে মাওলানা সালমান ও হাফেজ মাওলানা আবু সাঈদ নামে দুই কর্মীকে টানা হেচড়া করে গ্রেফতার করে। পুলিশ মারমুখি হয়ে খেলাফত আন্দোলনের নেতা কর্মিদের প্রেসক্লাব এলাকায় অবস্থান নিতে দেয়নি। 

এদিকে শান্তিপুর্ন কর্মসুচীতে কর্মিদের হয়রানি ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিকেল ৪টায় কামরাঙ্গীরচর মাদরাসায় এক জরুরী প্রেস ব্রিফিংয়ে দলের নেতৃবৃন্দ বলেন, মানব বন্ধন কর্মসৃচীতে বাঁধা দিয়ে সরকার বিজিপি নেতার বাংলাদেশের এক তৃতীয়াংশ ভুখন্ড দখলের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেছে। এই সরকার ভারতের তাবেদার সরকার। এই সরকারের দ্বারা দেশের স্বাধীনতা ও ইসলাম রা হবেনা। এদেশে একজন দেশ প্রেমিক থাকতে দেশের এক ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেয়া হবে না। 
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য তুলে ধরেন দলের মহাসচিব মাওলানা মুহাম্মাদ জাফরুল্লাহ খান ও সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী। উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, মাওলানা আবুজাফর কাসেমী, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা হাফেজ আবু তাহের, মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফেজ আবুল কাসেম ও মাওলানা মাসুদুর রহমান প্রমুখ। 
মাওলানা জাফরুল্লাহ খান মানব বন্ধনে বাধা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ভারত প্রীতি ছেড়ে দিয়ে দেশ প্রেমিক হোন। তাহলে দেশের জনগনের ভালবাসা পাবেন। তিনি বলেন, বিজিপি নেতার কথা শুনে মনে হয় কোন দিন যেন কোন যুক্তি দেখিয়ে সমগ্র বাংলাদেশকে ভারতের বলে দাবি করে বসেন। আপনারা ১৯৭১ সালে আপনাদের সার্র্থে সাহায্য করেছিলেন, যা এখন ভোগ করছেন। আমাদের নদী মাতৃক দেশকে আপনারা মরুভুমি বানিয়েছেন । ন্যায্য পানির দাবি যা এখন পর্যন্ত পূরণ করতে পারি নাই । প্রতিনিয়ত সিমান্তে আমাদের কোন না কোন মায়েরে বুক খালি করছেন। কাটাতারে ফ্যালানীর লাশ জুলতে দেখে মনে হয় আমাদের প্রানের চেয়ে আপনাদের বুলেটের দাম বেশি। 
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ভারতকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে ষঢ়যন্ত্র ও চক্রান্ত বন্ধ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারনা ও উসকানিদাতাদের গ্রেফতার ও বিচার করতে হবে। অন্যথায় অবিভক্ত বাংলার বাকি অংশ মুর্শিদাবাদ, ত্রিপুরা, মালদহ ও আসামকে উদ্ধারে বাংলাদেশের জনগণ আবার ৭১ এর মত গর্জে উঠবে।