Friday, October 3, 2014

আব্দুল লতিফের বক্তব্য ক্ষমার অযোগ্য : খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, মানবতার মুক্তির দূত বিশ্বের নবী হযরত মুহাম্মদ সা. এবং ইসলাম অন্যতম স্তম্ভ ফরয ইবাদত পবিত্র হজ সম্পর্কে আ: লতিফ সিদ্দিকী (কাজ্জাবী) যে জঘন্য দৃষ্টতাপূর্ণ কটূক্তি করেছে তা ক্ষমার অযোগ্য। তার এ বক্তব্য শুধু বাংলাদেশ নয় বিশ্বের ১৫০ কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। মহানবী সা. ও হজ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার সুস্পষ্ট অভিযোগে আ: লতিফকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করা না হলে নবী প্রেমিক ইসলামী জনতার আন্দোলনের দাবানল সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তখন তার পৃষ্টপোষকরাও রেহাই পাবে না। 

হজ্ব, তাবলীগ জামাত ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য আব্দুল লতিফ সিদ্দিকির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের মানবন্ধন
হজ্ব, তাবলীগ জামাত ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য আব্দুল লতিফ সিদ্দিকির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের মানবন্ধন পরবর্তী মিছিল
আজ শুক্রবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ্জ আব্দুল মালেক চৌধুরী, মহানগর সেক্রেটারী হাফেজ মাও. আবু তাহের, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, কেন্দ্রীয় নেতা, মুফতী ফখরুল ইসলাম, মোহাম্মদ আজম খান, মাওলানা মাহবুবুর রহমান, মুফতী মামুনুর রশিদ, আলহাজ্জ আলী মাকসুদ খান মামুন ও মাওলানা সারোয়ার প্রমূখ। মানববন্ধন শেষে বাইতুল মুকারমের উত্তর গেটে এসে বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় দৈনিক বাংলা ঘুরে এসে আবার উত্তর গেটে শেষ করা হয়।

বক্তারা বলেন, হযরত মুহাম্মদ সা. সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী। কোন মুসলমান মহানবী সা. কে তুচ্ছ-তাচ্ছিলের সাথে তার নাম উচ্চারণ করতে পারে না। মহানবী সা. এর নাম শুদ্ধভাবে উচ্চারণ করে দুরূদ পাঠ করা সব মুসলমানের কর্তব্য। মহানবী সা. কে শ্রদ্ধা করা ঈমানের অঙ্গ। মহানবী সা. সম্পর্কে কটূক্তি করলে ঈমান থাকে না। ইসলামের অন্যতম স্তম্ভ হজ সম্পর্কে কটূক্তি করারও কারো ইখতিয়া নেই। জাহেল, মুরতাদ আ. লতীফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। স্ব-ঘোষিত মুরতার আব্দুল লতিফ সালমান রুশদী, দাউদ হায়দার ও তাসলিমা নাসরিনের চেয়েও ভয়াবহ জঘন্য অপরাধী নাস্তিক।

বক্তরা বলেন, ইসলামের স্তম্ভ হজ নিয়ে ব্যঙ্গ করার দু:সাহস কোন নাস্তিক-মুরতাদও দেখায়নি, তার এ উদ্ধ্যত্বপূর্ণ বক্তব্যে ধর্মপ্রাণ জনতা চুপ করে বসে থাকবে না। তাকে গ্রেফতার করে দৃষ্টতান্তমূলক শাস্তি না দিলে জনগণ সরকারকে অচল করে দিবে।

No comments:

Post a Comment