![]() |
হজ্ব, তাবলীগ জামাত ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য আব্দুল লতিফ সিদ্দিকির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের মানবন্ধন |
বক্তারা বলেন, হযরত মুহাম্মদ সা. সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী। কোন মুসলমান মহানবী সা. কে তুচ্ছ-তাচ্ছিলের সাথে তার নাম উচ্চারণ করতে পারে না। মহানবী সা. এর নাম শুদ্ধভাবে উচ্চারণ করে দুরূদ পাঠ করা সব মুসলমানের কর্তব্য। মহানবী সা. কে শ্রদ্ধা করা ঈমানের অঙ্গ। মহানবী সা. সম্পর্কে কটূক্তি করলে ঈমান থাকে না। ইসলামের অন্যতম স্তম্ভ হজ সম্পর্কে কটূক্তি করারও কারো ইখতিয়া নেই। জাহেল, মুরতাদ আ. লতীফের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। স্ব-ঘোষিত মুরতার আব্দুল লতিফ সালমান রুশদী, দাউদ হায়দার ও তাসলিমা নাসরিনের চেয়েও ভয়াবহ জঘন্য অপরাধী নাস্তিক।
বক্তরা বলেন, ইসলামের স্তম্ভ হজ নিয়ে ব্যঙ্গ করার দু:সাহস কোন নাস্তিক-মুরতাদও দেখায়নি, তার এ উদ্ধ্যত্বপূর্ণ বক্তব্যে ধর্মপ্রাণ জনতা চুপ করে বসে থাকবে না। তাকে গ্রেফতার করে দৃষ্টতান্তমূলক শাস্তি না দিলে জনগণ সরকারকে অচল করে দিবে।
No comments:
Post a Comment