বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীর নামে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও সরকার তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার না করে বরং পুলিশ পাহারা দিয়ে নিরাপদ গন্তব্যে পৌছে দিয়েছে। এর মাধ্যমে এটাই প্রমাণ হয় মূলত জনগণকে আইওয়াশ করার জন্যেই সরকার তাকে মন্ত্রীসভা ও আওয়ামীলীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে আব্দুল লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ না করলে সরকার তাকে গ্রেফতার করত কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এরকম নাটক তৌহিদি জনতা আর দেখতে চায় না।
আজ মঙ্গলবার খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়ে অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন, মুফতী মামুনুর রশিদ প্রমুখ।
মাওলানা হামিদী বলেন, বারবার এদেশে গুটিকয়েক ধর্মদ্রোহী নাস্তিক ইসলাম, আল্লাহ ও তাঁর রসূল (সা) এবং ইসলামের বিধিবিধান নিয়ে কটাক্ষ ও ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলে চরম ঔদ্ধত্যের পরিচয় দিচ্ছে। কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এবং বর্তমান প্রধানমন্ত্রী নিজেকে তাহাজ্জুদগুজার দাবি করা সত্ত্বেও এসব ধর্মদ্রোহীদের ব্যাপারে কোন পদক্ষেপই নেয়া হচ্ছে না। পক্ষান্তরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ্য করলে তড়িতগতিতে সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেফতার ও বিচারের সম্মুখীন হ্চ্ছে। তবে কি আল্লাহ ও তাঁর রাসূলের চাইতে প্রধানমন্ত্রী বেশি সম্মানিত? তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সংসদের চলতি অধিবেশনেই এসব ধর্মদ্রোহিদের বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাশ করতে হবে এবং আব্দুল লতিফ সিদ্দিকীসহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এর বিকল্প কোন কিছুই তৌহিদি জনতা মেনে নিবে না।