গত বুধবার বিকেলে ‘ঘুষ অবৈধ নয়’ মর্মে প্রদত্ত অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাজধানীর লালবাগে খেলাফত আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুল মালেক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, মুহাম্মাদ আজম খান, মাওলানা আবুল কাশেম কাসেমী, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুর রহীম কাসেমী, মুফতি জসিমুদ্দীন, আলী মাকসোদ খান মামুন প্রমুখ।
![]() |
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-এর বহিষ্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর রাজধানীতে মিছিল বের করে |
সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ঘুষ একটি জঘন্য অপরাধ এবং দুর্নীতি ও লুটপাটের দুষ্টচক্রের মূল অনুঘটক। এর ব্যাপকতার কারণে বর্তমানে আমাদের দেশে হাজারো মানুষ সরকারি অফিসগুলোতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ঘুষ না দিতে পারার কারণে যোগ্য ও মেধাবী কিন্তু গরিব প্রার্থীরা সরকারি চাকুরিতে সুযোগ পাচ্ছেন না; তদস্থলে অযোগ্য ও দলীয় লোকদের বিশাল অংকের উৎকোচের বিনিময়ে নিয়োগ দেয়া হচ্ছে। আর এই নিয়োগপ্রাপ্তরা তাদের প্রদেয় এই বিশাল অংকের ঘুষের টাকা উসূল করতে সওয়ার হচ্ছে জনগণের ওপর। আমরা অর্থমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের সংবিধানেও ঘুষ নিষিদ্ধ। অতএব সংবিধানবিরোধী বক্তব্য দেয়ার অপরাধে তাকে রাষ্ট্রদোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আব্দুল লতিফ সিদ্দিকী এবং আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যে বর্তমান সরকার ধর্ম ও রাষ্ট্রবিরোধী একথা পুনরায় প্রমাণিত হয়েছে। তিনি জনগণকে এসব রাষ্ট্র ও ধর্মবিরোধী কার্যক্রম রুখে দাঁড়ানোর আহাবান জানান।
No comments:
Post a Comment