Friday, August 27, 2010

খেলাফত আন্দোলনের বিক্ষোভ : বোরকা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র বাতিলের দাবি

২৫ আগস্ট, ২০১০ বুধবার ক্ষমতাসীন আওয়ামী মহাজোট সরকারের  শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে। পরিপত্রের মুল বক্তব্য ছিল- কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের বোরকা বা ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। আল্লাহ প্রদত্ত বিধান পালনের ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করা যাবে না এটা ইসলামের শিক্ষার পরিপন্থী। তাই সর্বপ্রথম বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর এর প্রতিবাদে রাজধানীর গুলিস্তানস্থ গোলাপ শাহ মাজার মসজিদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং  পরিপত্র বাতিলের দাবি জানায়।

ধর্মীয় পোশাকের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের বিরুদ্ধে খেলাফত আন্দোলন ঢাকা মহানগর এর বিক্ষোভ মিছিল

মন্ত্রণালয়ের পরিপত্রটি যে সমাজে ইভটিজিং, নারীর শ্লীলতাহানিসহ নারী নির্যাতনের আরও নিত্যনতুন পথ খোলে দেয়ার এক হীন চক্রান্ত তা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন থাকে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ধরনের পোশাক-পরিচ্ছদ পরিধান করা বাধ্যতামূলক থাকে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী আদর্শ মোতাবেক শালীন পোশাক-পরিচ্ছদ পরিধান করা বাধ্যতামূলক। হিজাব বা পর্দা করা মুসলমান নারীদের ধর্মীয় অধিকার। এই অধিকারে বাধা প্রদান মূলত: ধর্মীয় অধিকারেই হস্তক্ষেপ। শিক্ষা মন্ত্রণালয় থেকে যে পরিপত্র জারি করা হয়েছে তাতে মুসলিম ছাত্রীদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে।  তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো ছিল ঈমানের দাবি।

No comments:

Post a Comment