![]() |
৫ই মে কালিমা ও জাতীয় পতাকা মিছিল সফল করার লক্ষ্যে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে মহানগরের থানা সমুহের প্রতিনিধি, ওলামায়ে কেরাম ও সুধীজনদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা |
আজ শনিবার বিকেল ৪টায় রাজধানীর কামরাঙ্গীরচর খেলাফত মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী। প্রধান অতিথী ছিলেন খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা আবু জাফর কাসেমী , মাওলানা হাফেজ আবু তাহের,মাওলানা আবুল কাসেম কাসেমী, জনাব আ: সাত্তার ,মুফতি জসিমুদ্দীন ও মাওলানা মুহাম্মাদ সারওয়ার প্রমূখ।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বাংলার ধর্ম প্রাণ মানুষ নাস্তিকদের বিচার চায়। এই বিচারের দাবিতে শুধু একটি শাপলা চত্বর নয়, প্রয়োজনে শত শত শাপলা চত্বর হবে এবং হাজার হাজার মানুষ শহীদ হবে। কিন্তু আল্লাহর দুশমন নাস্তিক-মুরতাদদের ছাড় দেয়া হবে না। ৫ মে যে কোন মূল্যে আমাদের কালিমা ও জাতীয় পতাকার মিছিল সফল করা হবেই ইনশা-আল্লাহ।
সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ঈমান রক্ষায় নাস্তিকদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। তিনি কুমিল্লার হোমনার ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন হলে এদেশে কেউ আল্লাহ ও রাসূল স. এর বিরুদ্ধে কটূক্তি করার সাহস পেত না। আজ আবার নতুন করে হোমনা উপজেলায় হযরত পীরজী হুজুর রহ: প্রতিষ্ঠিত রামকৃষ্ণপুর মাদরাসাকে অবিলম্বে খুলে দেয়ার দাবী জানিয়ে বলেন হিন্দুদের বাড়ী-ঘর ভাংচুরে কোন মাদরাসা মসজিদ ও আলেম সমাজ জড়িত নন। অপরাধীদেরকে সনাক্ত করে বিচার করুন। গণহারে গ্রেফতার, হয়রানির পরিনাম শুভ হবেনা। পুলিশের হয়রানিতে ইতোমধ্যে ১৩টি গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে। শুক্রবার এলাকার ২৫/৩০টি মসজিদে জুমার নামাজ হয়নি। এই অবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।
৫মে পতাকা মিছিলের সাথে বিভিন্ন সংগঠনের একাত্বতা ঘোষণা
আজ শনিবার দুপুরে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ এর সাথে কামরাঙ্গীর চর মাদরাসায় সাক্ষাত করে আগামী ৫মে খেলাফত আন্দোলন ঘোষিত শাপলা চত্বরের কালিমা ও জাতীয় পতাকা মিছিল কর্মসুচির সাথে একাত্বতা ঘোষনা করে কর্মসুচিকে সফল করার জন্য দেশবাসির প্রতি আহবান জানিয়েছেন ইসলামী ঐক্যজোট এর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান , শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা জোবায়ের আহমাদ, ইমাম ও উলামা পরিষদ এর সভাপতি মাওলানা সাজেদুর রহমান ফয়েজী , খেলাফতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা লেহাজ উদ্দিন , ইন্টার ন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট এর নায়েবে আমীর মাওলানা আবু জাফর কাসেমী , বাতিল প্রতিরোধ কমিটির সভাপতি হাজি জালালুদ্দীন বকুল, নাস্তিক- মুরতাদ নির্মূল কমিটির সভাপতি মুফতি আবু রাইয়্যান কোরান প্রচার সংস্থার মহাসচিব মুফতি জসিমুদ্দীন কাসেমী, সচেতন ওলামা সমাজের সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক মুসা সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এই সময় মাওলানা আহমাদুল্লাহ আশরাফ সকলকে এক ও নেক হয়ে ঐক্যবদ্ধ ভাবে বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। ৫মের কালিমা ও জাতীয় পতাকা মিছিল তাওহিদী জনতাকে নতুন করে জাগ্রত করবে ইনশা আল্লাহ।
No comments:
Post a Comment