Friday, December 26, 2014

খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থার অভাবেই মানুষের জান-মালের নিরাপত্তা নেই : খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন একটি আদর্শ সংগঠন। নাস্তিক্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত আন্দোলন আপোষহীন ও অগ্রণী ভুমিকা নিয়ে আন্দোলন করে যাচ্ছে। এ আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত হাফেজ্জী হুজুর রহ. মৃত্যুর পূর্বমুহুর্তে বলেছেন, আমার এই আন্দোলনের সৈনিকরা ইনশাআল্লাহ একসময় ইমাম মাহদীর কাফেলার সাথে শরীক হবে। তাই বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মীকে দিনে ঘোড়সওয়ার বীর যোদ্ধা আর রাতে ইবাদতগুজার এই বৈশিষ্ঠ্যসম্পন্ন হতে হবে। তবেই আসবে কাংখিত সাফল্য তথা আল্লাহর জমীনে আল্লাহর খেলাফত।

আজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের অধীন থানাসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন, সহ প্রচার সম্পাদক মুফতী মামুনুর রশিদ, হাফেজ মাওলানা নাঈম হোসাইন, যাত্রাবাড়ী থানা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, লালবাগ থানা প্রতিনিধি হাফেজ রুহুল আমীন, মতিঝিল থানা প্রতিনিধি মো: হাফিজুর রহমানসহ বিভিন্ন থানা থেকে আগত প্রতিনিধিবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওলানা হামিদী বলেন, খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থার অভাবেই আজ সমাজের সর্বস্তরে অস্থিরতা, সুদ, ঘুষ দুর্নীতির সয়লাব বয়ে যাচ্ছে। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। মানুষ স্বাধীনভাবে ধর্মীয় বিধিবিধান চর্চা করতে পারছে না। আব্দুল লতিফ সিদ্দিকীদের মতো একের পর এক নাস্তিক তৈরি হচ্ছে আর ইসলামের বিরুদ্ধে জঘন্য থেকে জঘন্যতর বক্তব্য দিয়েও পার পেয়ে যাচ্ছে। যতদিন না খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে ততদিন পর্যন্ত এদের খপ্পর থেকে ইসলাম ও মুসলমান নিরাপদ নয়। দেশে যে পরিমাণ দুর্নীতি হয় তা বন্ধ করলে ৫ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা এমন উন্নত করা সম্ভব যে, যাকাত দেয়ার মতো লোক খুজে পাওয়া যাবে না। তিনি থানা প্রতিনিধিদের প্রতি উদাত্ত আহবান রেখে বলেন, আল্লাহ তা’আলা মু’মিন ও সৎকর্মশীল বান্দাদের জমীনের খেলাফত প্রদানের অঙ্গীকার করেছেন। কাজেই মজবুত ঈমান ও ভাল কাজের মাধ্যমে আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক কায়েম করত মানুষের দ্বারে দ্বারে খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত পৌছে দিতে হবে। এ লক্ষ্যে তিনি রবিউল আউয়াল মাসকে ঢাকা মহানগর খেলাফত আন্দোলনের জন্য দাওয়াতি মাস হিসেবে ঘোষণা করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন থানার কার্যক্রমের রিপোর্ট নেয়া হয় এবং আগামী দিনের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। দাওয়াতি মাসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সবাইকে এসব কার্যক্রম সফল করার জন্য সর্বাত্মকভাবে কাজ করার আহবান জানানো হয়।

No comments:

Post a Comment