বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এক বিবৃতিতে ঢাকা মহানগরের সকল অধিবাসীদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি নতুন বছরের আগমন উদযাপনের নামে সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা পরিত্যাগ করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ইংরেজি ২০১৪ সন বিদায়ের পথে। ২০১৫ সন সমাগত। আমাদের আয়ুষ্কাল থেকে হারিয়ে গেছে আরও একটি বছর। নতুন বছরের আগমনমুহুর্তে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের জীবন থেকে গত হয়ে যাওয়া বছরটিতে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে আমাদের কার্যক্রমের হিসাবনিকাশ করে নতুন বছরে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে সার্বিক উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে মেধা, সময় ও শ্রম ব্যয় করার উদাত্ত আহবান জানাই। নতুন বছরের আগমন উদযাপনের নামে তথাকথিত ‘থার্টি ফাস্ট নাইট’ সহ ইসলামী ও দেশীয় সংস্কৃতিবিরোধী সব ধরনের কার্যকলাপ বর্জনের উদাত্ত আহবান জানাই।
মাওলানা হামিদী আরো বলেন, থার্টি ফার্স্ট নাইট আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ও বাংলাদেশীদের কোনো সংস্কৃতি নয়, এটি পাশ্চাত্যের অশ্লিল সংস্কৃতি। এ অপসংস্কৃতি চর্চায় সরকারী নিষেধাজ্ঞা না থাকায় আমাদের যুবক-যুবতীরা এ রাতে ঢাকার বিভিন্ন হোটেল ও ক্লাবে মদ, ইয়াবা ও নেশাদ্রব্যসহ অশ্লীল কাজকর্মে লিপ্ত থাকে। ফলে যুবসমাজ মদ ও অশ্লিলতার অন্ধকার পথে অগ্রসর হচ্ছে, যা দেশের জন্য শংকার বিষয়। গত বছর ডিএমপি বাইরে জমায়েত হওয়াকে নিষিদ্ধ করলেও হোটেল বা বারগুলোর মাদক ও অশ্লীলতাকে নিষিদ্ধ করেনি যার ফলে থামেনি অশ্লীলতা ও মাদকতা। মাওলানা হামিদী সরকারের কাছে দেশ, জাতি ও ইসলামের সাথে সঙ্গতিহীন থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে সম্পূর্ণরুপে নিষিদ্ধ করার দাবী জানান।
No comments:
Post a Comment