বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেছেন, শহীদদের জীবনের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাংলা। অথচ রাষ্ট্রীয় কর্মকা-ে আমরা ভিনদেশি ভাষাকে প্রাধান্য দিয়ে রেখেছি। এটা ভাষা শহীদদের প্রতি এক ধরনের উপহাস। তাই রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও ব্যবহার নিশ্চিত করতে হবে।
আজ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারি মহাসচিব আলহাজ্ব আজম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাসেম কাসেমী, কেন্দ্রীয় সহকারি দফতর সম্পাদক মাওলানা শরীফ হায়দার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন, সহকারি প্রচার সম্পাদক মুফতী মামুনুর রশিদ সহ নেতাকর্মীবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা হামিদী বলেন, এদেশে আপামর জনসাধারণ তাদের মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে সর্বাত্মক আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল ১৯৫২ সালে। অবশেষে রক্তের বিনিময়ে আদায় করেছিল তাদের অধিকার। আজ দেশে মানুষের জানমালের নিরাপত্তার নেই। কারো প্রাণ ঝরে যাচ্ছে পেট্রোল বোমায় কারো বা তথাকথিত বন্ধুকযুদ্ধে। জনমনে বিরাজ করছে চরম আতংক। এ অবস্থায় ভাষা আন্দোলনের প্রেরণায় উজ্জীবিত হয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আপামর জনসাধারণকে নিয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
No comments:
Post a Comment