বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে নিজেরাই আলোচনা-সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে হবে। সরকারি দলের নেতৃবৃন্দ সংলাপ হবে না বলে সংকটের মাত্রা আরও বাড়িয়ে তুলছেন এবং বহির্বিশ্বকে নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের পথ তৈরি করে দিচ্ছেন যা হবে জাতির জন্য লজ্জাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসার হত্যাকারীদের সাথে বৈঠকে বসতে পারেন তাহলে চলমান সংকট নিরসনে তিনবারের প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসতে অসুবিধা কোথায়?
১৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪:০০ ঘটিকায় লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের কার্যনির্বাহি পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মো: শাহজাহান মিয়া, মুফতী মামুনুর রশিদ, সালাহউদ্দীন আহমাদ, গোলাম মোস্তফাসহ মহানগর নেতৃবৃন্দ।
সভায় মহানগরের সাংগঠনিক কার্যক্রমসংশ্লিষ্ট আলোচ্যসূচির উপর বিস্তারিত আলোচনা ও মতামত গ্রহণপূর্বক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
No comments:
Post a Comment