বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, এক দলের যে কোন মূল্যে গদি ধরে রাখা আর আরেক দলের গদি দখলের লড়াইয়ে দেশ আজ জাহান্নামে পরিণত হয়েছে। সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। আইন শৃংখলা রক্ষাবাহিনীর নাকের ডগায় সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। আর অপরদিকে অপরাধ যাচাই-বাছাই, যথানিয়মে আদালতে হাজির ইত্যাদি আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে ঘর থেকে উঠিয়ে এনে ঠাণ্ডা মাথায় গুলি করে বন্দুকযুদ্ধ বলে চালিয়ে দিচ্ছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। জনগণ তাই আতংকে দিশেহারা। কুরআন-সুন্নাহর শিক্ষা, খিলাফতভিত্তিক শাসনব্যবস্থার অভাবেই আজ দেশের এই দুরবস্থা।
আজ শুক্রবার সকাল ৭ ঘটিকায় লালবাগ কেল্লার মোড়স্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত আন্দোলন লালবাগ থানা কতৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। লালবাগ থানা সভাপতি হাফেজ মাওলানা আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন, হাফেজ মাওলানা মুফতী নাঈম হোসাইন, হাফেজ মাওলানা মুফতী মাহফুজুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধ্বজাধারীরা নিজেরাই গণতন্ত্রের মূলনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিগত বছরের ৫ই জানুয়ারি নির্বাচন নামক এক প্রহসনের মাধ্যমে জাতিকে ঠেলে দিয়েছে গভীর এক সংকটের দিকে। ১৫৩ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন জনগণের কোন মতামত ছাড়াই। বাকিরা নির্বাচিত হয়েছেন মোট ভোটারের মধ্যে মাত্র ৫% ভোটের মাধ্যমে। অর্থাৎ, শতকরা পঁচানব্বই ভাগ ভোটারের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে এ নির্বাচনের মাধ্যমে। এ জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারকে কিভাবে গণতন্ত্রের মূলনীতি অনুযায়ী ‘জনগণের দ্বারা’ নির্বাচিত দাবি করা হয়?
No comments:
Post a Comment